প্রকাশিত: Thu, Dec 28, 2023 12:40 AM
আপডেট: Wed, Jul 2, 2025 1:25 PM

[১]জাহাজে হামলাকারীদের খুঁজে বের করা হবে, ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

ইমরুল শাহেদ: [২] ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশীয় যুদ্ধজাহাজ আইএনএস ইম্ফলকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় বলেন, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার পর ভারত সাগরে টহল বাড়িয়েছে। 

[৩] তিনি বলেন, ভারত সরকার ‘এমভি কেম প্লুটো’ এবং ‘এমভি সাইবাবা’ বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যারা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, এমনকী সাগরের গভীর থেকে হলেও তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

[৪] শনিবার পোরবন্দর থেকে প্রায় ২১৭ নটিক্যাল মাইল দূরে ২১ জন ভারতীয় ক্রু সদস্যকে বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটো-তে ড্রোন হামলা হয়। এর পরে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষীরা জাহাজটিকে সহায়তা দেওয়ার জন্য বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করে। অবশেষে জাহাজটি মুম্বাই উপকূলে পৌঁছায়। ভারতীয় উপকূলরক্ষী জাহাজ আইসিজিএস বিক্রম তাকে মুম্বাই যাওয়ার পথে নিরাপত্তা প্রদান করে।

[৫] ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, বাণিজ্যিক জাহাজে জলদস্যুতা এবং ড্রোন হামলা মোকাবিলায় চারটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান